Wednesday, August 1, 2012

ফ্রিল্যান্সিং ধারাবাহিক : অনলাইনে আয়ের ১০০ উপায় (পর্ব ৬)


আমার দেশ বিজ্ঞান ও কম্পিউটার পাতায় নিয়মিত ছাপা হচ্ছেঅনলাইন আয়ের ১০০টি ট


আপনি যা পারেন এমন কাজেই বিড করুন 
কোনো কাজ যদি ফুলটাইম না করে চুক্তিভিত্তিকভাবে সম্পন্ন করা হয়, কাজ অনুযায়ী পেমেন্ট দেয়া হয়, তাহলে তাকে ফ্রিল্যান্সিং বলেঅনেক কোম্পানি তাদের প্রতিষ্ঠানের কাজের কোনো একটা অংশ করার জন্য বাইরে থেকে ফ্রিল্যান্সার ভাড়া করেসেক্ষেত্রে সেই কোম্পানির স্টাফদের মাসিক বেতনের যে বাজেট তা বাড়াতে হয় না, বা কাউকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হয় নাএজন্য অনেক কোম্পানি ফ্রিল্যান্সার খুঁজে থাকেঅন্য দেশের কোম্পানিগুলো এক্ষেত্রে অনুন্নত দেশগুলোকে পছন্দ করে থাকেকারণ সেসব দেশের শ্রমের মূল্য অনেক কম 
ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে টাকা আয়ের একটি সুন্দর পথ বাংলাদেশীদের জন্যমনে করুন, একটি ৫০০ ডলারের কাজ বাংলাদেশীরা ৪০০ থেকে ৪৫০ ডলারে সহজেই করতে পারবেআমাদের দেশের সাধারণ একটি পরিবার ৩০০ ডলারে এক মাস স্বচ্ছন্দে চলতে পারেতাই বিড করে কাজ পাওয়া কঠিন কিছু নয়তবে কাজ ধরলে শুধু হবে না, কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে, নইলে ক্লায়েন্টের কাছে নিজের ও দেশের মান ক্ষুণ্ন হবে এবং আপনার কাজের রেকর্ড খারাপ হবেতাই আপনি করতে পারবেন এমন কাজ ধরার চেষ্টা করবেন 
ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটে স্বাধীনভাবে কাজ করার একটি পেশাএখানে অফিস, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এসইও, আর্টিকেল রাইটিং ইত্যাদি বিষয়ের কাজ পাওয়া যায়ভয় নেই, আপনি সাধারণভাবে এমএস ওয়ার্ড, এক্সেল জানলেও ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ পেতে পারেনএই সাইটগুলোতে প্রতিদিন হাজার হাজার কাজ জমা হয়তবু আপনাকে প্রথম দিকে কাজ পেতে কিছুটা বেগ পেতে হবেচেষ্টা করলে একসময় ফল পাবেনঅনেকে এক সপ্তাহ চেষ্টা করে কাজ না পেয়ে আশা ছেড়ে দেনএমন করলে সামনে এগুতে পারবেন না 
কাজের বিডের ক্ষেত্রে অনেক বেশি কৌশলী হতে হবেবিডের ক্ষেত্রে অন্যদের চেয়ে কম বিড করলেই যে কাজ পেয়ে যাবেন, এই ধারণা ভুলতখন বায়ার আপনার ব্যাপারে ভুল ধারণা পেয়ে থাকতে পারেবিডের ক্ষেত্রে আগে কাজটা ভালোভাবে বুঝতে হবেঅন্যদের বিডগুলো ভালোভাবে দেখতে হবেভালো বায়ারের সঙ্গে যোগাযোগের সময় বায়ারকে যেকোনোভাবে হোক অনুপ্রাণিত করতে হবেসেজন্য আপনি বিড করার পাশাপাশি প্রাইভেট মেইলে আপনার অভিজ্ঞতার বর্ণনাসহ আবেদন করতে পারেনযেহেতু বায়ার বাইরের দেশেরসুতরাং তার সঙ্গে যোগাযোগের জন্য ইংরেজিতে কথা বলা, লিখতে পারা, বোঝার ক্ষমতা থাকতে হবে 
ফ্রিল্যান্সিং করতে গিয়ে বিভিন্ন সাইট সম্পর্কে কোনো তথ্য জানতে বা সমস্যা বোধ করলে অথবা আপনার মনে কোনো প্রশ্ন জাগলে সেই ওয়েবসাইটের ভধয় দেখতে পারেনসেখানে সাধারণত অনেক সাধারণ প্রশ্নের উত্তর পেতে পারেনতারপরও যারা অনলাইন থেকে নিজে নিজে শিখতে অভ্যস্ত নন, তারা কোনো ভালো ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেননা শিখে কাজ শুরু করলে ভালো ফলাফল আশা করতে পারবেন না 


No comments:

Post a Comment