প্রশ্ন ৫: আমি একজন গৃহবধূ। প্রতিদিন ৪-৫ ঘণ্টা ইন্টারনেটে থাকি। সংসারে সাহায্য করার জন্য ইন্টারনেট থেকে আয় করতে আগ্রহী। আমি কীভাবে তা করতে পারি?
সমাধান : আপনি ঘরে বসেই আয় করতে পারেন। তবে আপনি কোন বিষয়ে আগ্রহী
এবং ওই বিষয়ে আপনার দক্ষতা কতটুকু, এটার ওপর নির্ভর করছে আপনি কতটুকু ভালো করতে পারবেন। তবে দক্ষতা না থাকলেও
চেষ্টা করে অর্জন করা যায়।
প্রশ্ন ৩ : আমরা যারা ইংরেজিতে প্রবন্ধ লিখতে পারি না, তাদের পক্ষে কি ইন্টারনেট থেকে আয় করা সম্ভব?
সমাধান : ইংরেজিতে দুর্বল হলে ইন্টারনেটে আয়টা কঠিন হতে পারে। তবে একেবারেই যে সম্ভব নয়, তা নয়। ব্লগিং ছাড়াও আরও হাজারো উপায়ে আয় করা সম্ভব। যেমন : ডিজাইন, ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানানো, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং—এগুলোতে ইংরেজিতে অপেক্ষাকৃত কম দক্ষতা হলেও চলে। তবে সাফল্য পেতে হলে সঠিক উপায়ে এগিয়ে যেতে হবে। আমাদের আইটি পাতায় প্রতি মঙ্গলবার অনলাইনে ইনকামের ওপর ধারাবাহিকভাবে যেই আলোচনা করা হচ্ছে সেটা নিয়মিত দেখলে অনেককিছু শিখতে পারবেন।
প্রশ্ন : আমি কি পড়াশোনা শেষ করার পর ফ্রিল্যান্সিং করব, না পড়াশোনা চলাকালেই শুরু করব?
সমাধান : চাকরি খোঁজার চেয়ে ফ্রিল্যান্সিং দ্রুত শুরু করা যায়। এখানে খোঁজাখুঁজির কোনো বিষয় নেই, সরাসরি কাজ শুরু করা যায়। যারা চাকরিতে প্রথম ঢোকেন তাদের সাধারণত কম বেতনে কাজ করতে হয়। অনেক সময় নিজের খরচ চালানোর চেয়েও কম আয় করে চলতে হয়। তারাও অতিরিক্ত আয়ের পথ হিসেবে এসব কাজ করতে পারেন।
আবার পড়াশোনা শেষ করার পরই কাজে যোগ দেয়ার সময় এক ধরনের উত্সাহ-উদ্দীপনা থাকে। তাদের পক্ষে ফ্রিল্যান্সিংয়ে ভালো করার সুযোগ বেশি। অনেকেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বেশ ভালো আয় করেন। কিন্তু পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
প্রশ্ন : ইন্টারনেট থেকে আয় করতে হলে কী যোগ্যতা লাগবে?
সমাধান : ইন্টারনেট থেকে আয় করতে হলে ইংরেজিতে দক্ষতা থাকা চাই। ইন্টারনেট চালানোর পাশাপাশি যেই কাজগুলো করবেন, সে বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে হবে। এত্ধঢ়যরপং, ঝঊঙ, বিনফবংরমহ, অত্ঃরপষব ত্রিঃরহম জানা থাকলে আপনি বেশি আয় করতে পারবেন।
প্রশ্ন ৪ : ইন্টারনেট থেকে আয় করার কি কোনো বয়স নির্দিষ্ট আছে?
সমাধান : না, এর জন্য নির্দিষ্ট কোনো বয়সের দরকার নেই। ক্লায়েন্টের জন্য কোনো রিকয়্যারমেন্ট দেন না যে, অত বয়স হতে হবে। আপনার কাজ করার ও ডেলিভারি দেয়ার যোগ্যতা থাকলে আপনি করতে পারবেন।
প্রশ্ন ৩ : আমরা যারা ইংরেজিতে প্রবন্ধ লিখতে পারি না, তাদের পক্ষে কি ইন্টারনেট থেকে আয় করা সম্ভব?
সমাধান : ইংরেজিতে দুর্বল হলে ইন্টারনেটে আয়টা কঠিন হতে পারে। তবে একেবারেই যে সম্ভব নয়, তা নয়। ব্লগিং ছাড়াও আরও হাজারো উপায়ে আয় করা সম্ভব। যেমন : ডিজাইন, ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানানো, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং—এগুলোতে ইংরেজিতে অপেক্ষাকৃত কম দক্ষতা হলেও চলে। তবে সাফল্য পেতে হলে সঠিক উপায়ে এগিয়ে যেতে হবে। আমাদের আইটি পাতায় প্রতি মঙ্গলবার অনলাইনে ইনকামের ওপর ধারাবাহিকভাবে যেই আলোচনা করা হচ্ছে সেটা নিয়মিত দেখলে অনেককিছু শিখতে পারবেন।
প্রশ্ন : আমি কি পড়াশোনা শেষ করার পর ফ্রিল্যান্সিং করব, না পড়াশোনা চলাকালেই শুরু করব?
সমাধান : চাকরি খোঁজার চেয়ে ফ্রিল্যান্সিং দ্রুত শুরু করা যায়। এখানে খোঁজাখুঁজির কোনো বিষয় নেই, সরাসরি কাজ শুরু করা যায়। যারা চাকরিতে প্রথম ঢোকেন তাদের সাধারণত কম বেতনে কাজ করতে হয়। অনেক সময় নিজের খরচ চালানোর চেয়েও কম আয় করে চলতে হয়। তারাও অতিরিক্ত আয়ের পথ হিসেবে এসব কাজ করতে পারেন।
আবার পড়াশোনা শেষ করার পরই কাজে যোগ দেয়ার সময় এক ধরনের উত্সাহ-উদ্দীপনা থাকে। তাদের পক্ষে ফ্রিল্যান্সিংয়ে ভালো করার সুযোগ বেশি। অনেকেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বেশ ভালো আয় করেন। কিন্তু পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
প্রশ্ন : ইন্টারনেট থেকে আয় করতে হলে কী যোগ্যতা লাগবে?
সমাধান : ইন্টারনেট থেকে আয় করতে হলে ইংরেজিতে দক্ষতা থাকা চাই। ইন্টারনেট চালানোর পাশাপাশি যেই কাজগুলো করবেন, সে বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে হবে। এত্ধঢ়যরপং, ঝঊঙ, বিনফবংরমহ, অত্ঃরপষব ত্রিঃরহম জানা থাকলে আপনি বেশি আয় করতে পারবেন।
প্রশ্ন ৪ : ইন্টারনেট থেকে আয় করার কি কোনো বয়স নির্দিষ্ট আছে?
সমাধান : না, এর জন্য নির্দিষ্ট কোনো বয়সের দরকার নেই। ক্লায়েন্টের জন্য কোনো রিকয়্যারমেন্ট দেন না যে, অত বয়স হতে হবে। আপনার কাজ করার ও ডেলিভারি দেয়ার যোগ্যতা থাকলে আপনি করতে পারবেন।
No comments:
Post a Comment