Thursday, August 2, 2012

ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক প্রশ্নোত্তর


প্রশ্ন ৫: আমি একজন গৃহবধূপ্রতিদিন ৪-৫ ঘণ্টা ইন্টারনেটে থাকিসংসারে সাহায্য করার জন্য ইন্টারনেট থেকে আয় করতে আগ্রহীআমি কীভাবে তা করতে পারি?

সমাধান : আপনি ঘরে বসেই আয় করতে পারেনতবে আপনি কোন বিষয়ে আগ্রহী এবং ওই বিষয়ে আপনার দক্ষতা কতটুকু, এটার ওপর নির্ভর করছে আপনি কতটুকু ভালো করতে পারবেনতবে দক্ষতা না থাকলেও চেষ্টা করে অর্জন করা যায়

প্রশ্ন ৩ : আমরা যারা ইংরেজিতে প্রবন্ধ লিখতে পারি না, তাদের পক্ষে কি ইন্টারনেট থেকে আয় করা সম্ভব?
সমাধান : ইংরেজিতে দুর্বল হলে ইন্টারনেটে আয়টা কঠিন হতে পারেতবে একেবারেই যে সম্ভব নয়, তা নয়ব্লগিং ছাড়াও আরও হাজারো উপায়ে আয় করা সম্ভবযেমন : ডিজাইন, ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানানো, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিংএগুলোতে ইংরেজিতে অপেক্ষাকৃত কম দক্ষতা হলেও চলেতবে সাফল্য পেতে হলে সঠিক উপায়ে এগিয়ে যেতে হবেআমাদের আইটি পাতায় প্রতি মঙ্গলবার অনলাইনে ইনকামের ওপর ধারাবাহিকভাবে যেই আলোচনা করা হচ্ছে সেটা নিয়মিত দেখলে অনেককিছু শিখতে পারবেন
প্রশ্ন : আমি কি পড়াশোনা শেষ করার পর ফ্রিল্যান্সিং করব, না পড়াশোনা চলাকালেই শুরু করব?
সমাধান : চাকরি খোঁজার চেয়ে ফ্রিল্যান্সিং দ্রুত শুরু করা যায়এখানে খোঁজাখুঁজির কোনো বিষয় নেই, সরাসরি কাজ শুরু করা যায়যারা চাকরিতে প্রথম ঢোকেন তাদের সাধারণত কম বেতনে কাজ করতে হয়অনেক সময় নিজের খরচ চালানোর চেয়েও কম আয় করে চলতে হয়তারাও অতিরিক্ত আয়ের পথ হিসেবে এসব কাজ করতে পারেন
আবার পড়াশোনা শেষ করার পরই কাজে যোগ দেয়ার সময় এক ধরনের উত্সাহ-উদ্দীপনা থাকেতাদের পক্ষে ফ্রিল্যান্সিংয়ে ভালো করার সুযোগ বেশিঅনেকেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বেশ ভালো আয় করেনকিন্তু পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে

প্রশ্ন : ইন্টারনেট থেকে আয় করতে হলে কী যোগ্যতা লাগবে?
সমাধান : ইন্টারনেট থেকে আয় করতে হলে ইংরেজিতে দক্ষতা থাকা চাইইন্টারনেট চালানোর পাশাপাশি যেই কাজগুলো করবেন, সে বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে হবেএত্ধঢ়যরপং, ঝঊঙ, বিনফবংরমহ, অত্ঃরপষব ত্রিঃরহম জানা থাকলে আপনি বেশি আয় করতে পারবেন

প্রশ্ন ৪ : ইন্টারনেট থেকে আয় করার কি কোনো বয়স নির্দিষ্ট আছে?
সমাধান : না, এর জন্য নির্দিষ্ট কোনো বয়সের দরকার নেইক্লায়েন্টের জন্য কোনো রিকয়্যারমেন্ট দেন না যে, অত বয়স হতে হবেআপনার কাজ করার ও ডেলিভারি দেয়ার যোগ্যতা থাকলে আপনি করতে পারবেন

No comments:

Post a Comment