Wednesday, August 1, 2012

অনলাইনে আয়ের ১০০ উপায় পর্ব ২


অনলাইন থেকে উপার্জিত ডলার উত্তোলন পদ্ধতি

বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইনে ইনকামের আগ্রহ দিন দিন বেড়ে চলেছেসেই আগ্রহ এবং আমাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইন ইনকামের নামে মানুষকে প্রতারিত করছেচঞঈ, অফফ ঈষরপশ, গখগ এর নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এবং কিছুদিন পর মানুষকে সর্বস্বান্ত করে দেশ থেকে পালিয়ে যাচ্ছেতাই মানুষকে অনলাইন ইনকামের ব্যাপারে শিক্ষিত করার জন্য গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি অনলাইনে আয়ের সত্যিকারের ১০০ উপায় নিয়ে ধারাবাহিক
অনলাইনে টাকা উপার্জনের কথা শুনলে সবার আগেই প্রশ্ন উঠে ডলার হাতে পাব কীভাবে? এটা নিয়ে সবার ভয় কাজ করেএজন্য কাজ শুরুর আগে কষ্টের উপার্জন হাতে পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে চায়সেজন্য এই পর্বে ব্যাপারটি নিয়ে আলোচনা করব
মনে রাখতে হবে, অনলাইনে যে কাজই হোক না কেন, আপনাকে কেউ ক্যাশ দিচ্ছে নাডলার উত্তোলনের কয়েকটি পথ আছেসেগুলো হলো :
1. Paypal/ Money Bookers/ Alertpay
2. Pioneer Debt Master Card
3.
Western Union
4. Visa Card
5. Check
6. Bank Wire Transfer
যারা আপনাকে পেমেন্ট করবে, তাদের কাছে চধুঢ়ধষ সবচাইতে পছন্দের নামকিন্তু বাংলাদেশে চধুঢ়ধষ সাপোর্ট করে নাতবে সেটা এখন খুব বড় কোনো সমস্যাও নাবাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে, যারা তাদের নিজেদের চধুঢ়ধষ-এর মাধ্যমে টাকা উত্তোলন ও টাকা পরিশোধ করার সুযোগ দিয়ে থাকেএই পদ্ধতি বাদে বাকি সব পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্তঅষবত্ঃঢ়ধু কিছুদিন আগে বাংলাদেশে তাদের নিজেদের অফিস খুলেছেনিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি টাকা গ্রহণ করতে পারবেন, যাকে ইধহশ ডরত্ব ঞত্ধহংভবত্ বলেগুগলের মতো কোম্পানি আপনাকে পেমেন্ট করবে সরাসরি চেক দিয়ে, যদি আপনি এডসেন্স দিয়ে টাকা ইনকাম করেনচরড়হববত্ উবনঃ গধংঃবত্ ঈধত্ফ, ডবংঃবত্হ টহরড়হ, ঠরংধ ঈধত্ফ এগুলো আমাদের সবার কাছেই খুব পরিচিত 
এখানে জানার বিষয় হচ্ছে, একেকটি প্রতিষ্ঠান একেক পথে টাকা পাঠায়কাজ শুরুর আগেই আপনি জেনে নেবেন কোন পথে টাকা নিয়ে আসা আপনার জন্য সহায়ক হবেসব পদ্ধতি নিরাপদআপনার কষ্টের টাকা আপনার হাতে পাওয়ার গ্যারান্টি ৯৯.৯% 
মনে রাখবেন, অনলাইন ইনকামের সঙ্গে অফলাইন ইনকামের কোনো পার্থক্য নেইআপনি যদি সত্যি অনলাইন ইনকাম করতে চান তাহলে আপনার দরকার সঠিক নির্দেশনাইন্টারনেট ব্যবহার করে আয়ের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছেসারাবিশ্বে বহু মানুষ এসব করে আয় করছেন, বাংলাদেশে তো বটেইআপনি কীভাবে শুরু করবেন কিংবা কখন শুরু করবেন সেটা আপনি কী করতে চান তার ওপর নির্ভর করেএ বিষয়ে পরামর্শ হচ্ছে, কোনটি আপনার উপযোগী ঠিক করুন, যদি প্রস্তুতি প্রয়োজন হয়, প্রস্তুতি নিনউদাহরণ হিসেবে ফটোশপে একটি ব্যানার বিজ্ঞাপন তৈরি করলে যে পরিমাণ অর্থ পাবেন তার থেকে অনেক বেশি পাবেন ফ্ল্যাশ অ্যানিমেটেড ব্যানার বিজ্ঞাপন তৈরি করলেকাজের ধরন অনুযায়ী পারিশ্রমিক কমবেশি হয়, জটিলতা অনুযায়ী কমবেশি হয়, অভিজ্ঞতা অনুসারে কমবেশি হয়আপনি যত বেশি কাজ করবেন ঘণ্টাপ্রতি তত বেশি টাকা পাবেনযদি কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিন, ভালোভাবে প্রস্তুতি নিন, তারপর শুরু করুন
পরের পর্ব থেকেই আমরা মূল আলোচনায় চলে যাবআকর্ষণীয় সেই পর্ব মিস করলে অনেক কিছুই হারাবেনতাই নিয়মিত চোখ রাখুন প্রতি মঙ্গলবার

mrekramict@yahoo.com, www.seotrainingbd.com

No comments:

Post a Comment