প্রশ্ন : আমি একজন কম্পিউটার অপারেটর। আমার যথেষ্ট আগ্রহ আছে আউটসোর্সিংয়ে। আমার ইংরেজি টাইপিং স্পিড বেশ ভালো। প্রাথমিক পর্যায়ে আমি আউটসোর্সিং ডাটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করতে চাই। এ বিষয়ে প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন মনে করছি, যেমন আমার প্রোফাইল কীভাবে উন্নত করব, কীভাবে কাজের জন্য বিড করব ইত্যাদি বিষয় জানার জন্য। এ বিষয়ে জানালে আমি এবং আরও অনেকে উপকৃত হবে।
মাহমুদুল হাসান, ধানমন্ডি, ঢাকা।
mahmud2780@yahoo.com
পরামর্শ : আপনি নিয়মিত লক্ষ্য রাখুন। এই বিষয় ছাড়াও আরও অনেক বিষয়েই জানতে পারবেন আমাদের আউটসোসিং বিষয়ক ধারাবাহিকটিতে।
প্রশ্ন : আউটসোর্সিংয়ের মৌলিক ধারণাটা কেমন? আমি জানতে চাই, এই কাজ কীভাবে শুরু করা যায়। স্কুল লেভেলের শিক্ষার্থীরা কি এই কাজ করতে পারবে? তাদের জন্য সহজ কোনো কাজ কি আছে?
আজমাইন মাহতাব তাসিন
m.azmain@yahoo.com
পরামর্শ : কেউ যদি ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়, ইন্টারনেট চালানোয় যদি পারদর্শী হয়, তবে সে অনলাইনে ইনকাম করতে পারে। তবে আউটসোর্সিংয়ের কাজের আগে প্রাথমিক জ্ঞান অর্জন করে নেয়াটা নিজের ভবিষ্যতের জন্য ভালো হবে।
প্রশ্ন : আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে চাচ্ছি। কোথায় এসইও বা আউটসোর্সিং কোর্স করলে ভালো হবে। বিস্তারিত জানালে খুশি হব।
রাশেদ ইকবাল
বি-ফার্ম, ফ্যাকাল্টি অব ফার্মেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
rash_du_pharmacy@yahoo.com
পরামর্শ : ইন্টারনেটের মাধ্যমেই আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন। তাই শেখার জন্য আপনি প্রাথমিকভাবে ইন্টারনেটকেই বেছে নিতে পারেন। এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আউটসোর্সিং ও এসইও বিষয়ে প্রশিক্ষন দিচ্ছে। ইচ্ছে করলে ভর্তি হয়ে হাতে কলমে শিখতে পারেন। তবে যেখানেই শিখুক না কেন, ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও প্রশিক্ষক সম্পর্কে ধারনা নিয়ে তা জেনে নেবেন।
প্রশ্ন : আমার দেশ পত্রিকা আমার সবচেয়ে পছন্দের। এখানে বিজ্ঞান ও কম্পিউটার পাতা যদি প্রতিদিন রাখা হতো তাহলে এসব বিষয়ে অনেক জানতাম।
জহিরুল ইসলাম
ফেনী সরকারি কলেজ, ফেনী
remufeni11@gmail.com
পরামর্শ : না ভাই, প্রতিদিন সম্ভব নয়। এটি সাপ্তাহিক ফিচার পাতা।
প্রশ্ন : আমি ২০১২ সালে সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি এখন অনলাইনে কাজ করতে ইচ্ছুক। বিশেষ করে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। আমাকে কিছু পরামর্শ দিবেন।
আশিকুর রহমান, নোয়াখালী।
asikurrahman7@gmail.com
পরামর্শ : আউটসোর্সিংয়ের যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে জেনে কাজ শুরু করতে হবে। না জেনে কাজ শুরু করলে তেমন লাভ নেই। আপনি আমাদের ধারাবাহিক অনলাইন ইনকামের ওপর আলোচনায় চোখ রাখুন। আশা করা যায়, কিছু বিষয় আয়ত্তে এসে যাবে।
mahmud2780@yahoo.com
পরামর্শ : আপনি নিয়মিত লক্ষ্য রাখুন। এই বিষয় ছাড়াও আরও অনেক বিষয়েই জানতে পারবেন আমাদের আউটসোসিং বিষয়ক ধারাবাহিকটিতে।
প্রশ্ন : আউটসোর্সিংয়ের মৌলিক ধারণাটা কেমন? আমি জানতে চাই, এই কাজ কীভাবে শুরু করা যায়। স্কুল লেভেলের শিক্ষার্থীরা কি এই কাজ করতে পারবে? তাদের জন্য সহজ কোনো কাজ কি আছে?
আজমাইন মাহতাব তাসিন
m.azmain@yahoo.com
পরামর্শ : কেউ যদি ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়, ইন্টারনেট চালানোয় যদি পারদর্শী হয়, তবে সে অনলাইনে ইনকাম করতে পারে। তবে আউটসোর্সিংয়ের কাজের আগে প্রাথমিক জ্ঞান অর্জন করে নেয়াটা নিজের ভবিষ্যতের জন্য ভালো হবে।
প্রশ্ন : আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে চাচ্ছি। কোথায় এসইও বা আউটসোর্সিং কোর্স করলে ভালো হবে। বিস্তারিত জানালে খুশি হব।
রাশেদ ইকবাল
বি-ফার্ম, ফ্যাকাল্টি অব ফার্মেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
rash_du_pharmacy@yahoo.com
পরামর্শ : ইন্টারনেটের মাধ্যমেই আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন। তাই শেখার জন্য আপনি প্রাথমিকভাবে ইন্টারনেটকেই বেছে নিতে পারেন। এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আউটসোর্সিং ও এসইও বিষয়ে প্রশিক্ষন দিচ্ছে। ইচ্ছে করলে ভর্তি হয়ে হাতে কলমে শিখতে পারেন। তবে যেখানেই শিখুক না কেন, ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও প্রশিক্ষক সম্পর্কে ধারনা নিয়ে তা জেনে নেবেন।
প্রশ্ন : আমার দেশ পত্রিকা আমার সবচেয়ে পছন্দের। এখানে বিজ্ঞান ও কম্পিউটার পাতা যদি প্রতিদিন রাখা হতো তাহলে এসব বিষয়ে অনেক জানতাম।
জহিরুল ইসলাম
ফেনী সরকারি কলেজ, ফেনী
remufeni11@gmail.com
পরামর্শ : না ভাই, প্রতিদিন সম্ভব নয়। এটি সাপ্তাহিক ফিচার পাতা।
প্রশ্ন : আমি ২০১২ সালে সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি এখন অনলাইনে কাজ করতে ইচ্ছুক। বিশেষ করে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। আমাকে কিছু পরামর্শ দিবেন।
আশিকুর রহমান, নোয়াখালী।
asikurrahman7@gmail.com
পরামর্শ : আউটসোর্সিংয়ের যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে জেনে কাজ শুরু করতে হবে। না জেনে কাজ শুরু করলে তেমন লাভ নেই। আপনি আমাদের ধারাবাহিক অনলাইন ইনকামের ওপর আলোচনায় চোখ রাখুন। আশা করা যায়, কিছু বিষয় আয়ত্তে এসে যাবে।
No comments:
Post a Comment