ছবি, ই-বুক অথবা ভিডিও হতে পারে মূলধন
গত পর্বে আলোচনা করেছিলাম বিড করে কাজ পাওয়ার ব্যাপারে। আজ অন্য এক মজার কাজের কথা বলব। আমরা অনেক সময় কথাপ্রসঙ্গে টাকার গাছের কথা বলি। আজ অনলাইনে টাকার গাছের কথা বলব। গাছ যে রকম একবার রোপণ করলে সারাজীবন ফল দেয়, সে রকম অনলাইনেও ইনকামের ব্যবস্থা আছে। কষ্ট করবেন একবার, ফল পাবেন সারাজীবন। আপনি যা জানেন, তা দিয়েই আপনি এখানে আয় করতে পারবেন। আবার কিছু না জানলেও আয় করতে পারবেন। আপনার নিজের ক্যামেরায় তোলা কোনো ছবি অথবা কোনো ই-বুক, অথবা কোনো এক্সক্লুসিভ ভিডিও এখানে আপনার ইনকামের মূলধন হতে পারে।
এবার সে জায়গার নাম জানা যাক। http://www.freelancer.com/marketplace-এ একবার ঢুকুন, পেয়ে যাবেন কথার প্রমাণ। এখানে আপনি কোনো প্রোডাক্টস বিক্রির জন্য দিয়ে রাখলে সারাজীবন ধরে এটা ডাউনলোড হতে থাকবে। যখনই কেউ এখান থেকে আপনার প্রোডাক্টস ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টসে তখনই ডলার জমতে থাকবে। যদি এখানে ঢোকেন, তাহলে দেখবেন আপনার সামনে অনেক প্রোডাক্টস দেখা যাচ্ছে। যে কোনো একটিতে ক্লিক করে ঢুকলে দেখবেন, ডানপাশে দেয়া আছে কতবার এটি ডাউনলোড হয়েছে।
আপনি এখানে দু’ধরনের কাজ বিক্রি করতে পারবেন। কোনো প্রোডাক্টস অথবা কোনো সার্ভিসের অফার করতে পারেন। ফেসবুকে ১০০ লাইক বানিয়ে দেবেন অথবা ২০০ সোশ্যাল বুকমার্ক সাইটে লিংক শেয়ার দেয়ার অফার করতে পারেন অথবা আরও যা ইচ্ছা আপনি অফার করতে পারবেন।
আপনি যখন লগইন করবেন, তখন ২টি জিনিস দেখতে পাবেন—Sell your files, sell your services| Sell your files-এ ঢুকলে আবার ২টি অপশন পাবেন—sell exclusively, sell same items। যে জিনিস আগে কোথাও বিক্রি হয়নি, এখানেই প্রথমে বিক্রি হচ্ছে, সেটা বিক্রির জন্য sell exclusively-এ ঢুকতে হবে। আর অন্যগুলো বিক্রির জন্য sell same items-এ ঢুকতে হবে।
এবার আসি sell your services অপশনে। আগের কোনো এক পর্বে fiverr.com-এর কথা বলেছিলাম। যারা পড়েননি, তারা এ ধারাবাহিকের আগের পর্বগুলো পড়লে সে ব্যাপারে জানতে পারবেন। যা-ই হোক, আপনি যদি sell your services অপশনে যান, সেখানে fiverr.com-এর মতো সব অপশন পাবেন। সেখানে আপনি কোনো সার্ভিসের অফার দিতে পারবেন। আপনার অফার ৬ মাসের জন্য লিস্টিং করতে পারবেন, এটি সম্পূর্ণ ফ্রি।
আপনার পণ্য অথবা সার্ভিসের অফার লিস্টিং শেষ। এবার চিন্তা শেষ। এখন সারাজীবন এখান থেকে ডলার পেতে থাকবেন। যখনই কেউ ফাইল ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টে ডলার জমবে। যখন ইচ্ছা সে ডলার পেপ্যাল অথবা মানিবুকারসের মাধ্যমে তুলতে পারবেন। আজ এ পর্যন্তই। তাই শুরু করে দিন অনলাইন থেকে আয়।
গত পর্বে আলোচনা করেছিলাম বিড করে কাজ পাওয়ার ব্যাপারে। আজ অন্য এক মজার কাজের কথা বলব। আমরা অনেক সময় কথাপ্রসঙ্গে টাকার গাছের কথা বলি। আজ অনলাইনে টাকার গাছের কথা বলব। গাছ যে রকম একবার রোপণ করলে সারাজীবন ফল দেয়, সে রকম অনলাইনেও ইনকামের ব্যবস্থা আছে। কষ্ট করবেন একবার, ফল পাবেন সারাজীবন। আপনি যা জানেন, তা দিয়েই আপনি এখানে আয় করতে পারবেন। আবার কিছু না জানলেও আয় করতে পারবেন। আপনার নিজের ক্যামেরায় তোলা কোনো ছবি অথবা কোনো ই-বুক, অথবা কোনো এক্সক্লুসিভ ভিডিও এখানে আপনার ইনকামের মূলধন হতে পারে।
এবার সে জায়গার নাম জানা যাক। http://www.freelancer.com/marketplace-এ একবার ঢুকুন, পেয়ে যাবেন কথার প্রমাণ। এখানে আপনি কোনো প্রোডাক্টস বিক্রির জন্য দিয়ে রাখলে সারাজীবন ধরে এটা ডাউনলোড হতে থাকবে। যখনই কেউ এখান থেকে আপনার প্রোডাক্টস ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টসে তখনই ডলার জমতে থাকবে। যদি এখানে ঢোকেন, তাহলে দেখবেন আপনার সামনে অনেক প্রোডাক্টস দেখা যাচ্ছে। যে কোনো একটিতে ক্লিক করে ঢুকলে দেখবেন, ডানপাশে দেয়া আছে কতবার এটি ডাউনলোড হয়েছে।
আপনি এখানে দু’ধরনের কাজ বিক্রি করতে পারবেন। কোনো প্রোডাক্টস অথবা কোনো সার্ভিসের অফার করতে পারেন। ফেসবুকে ১০০ লাইক বানিয়ে দেবেন অথবা ২০০ সোশ্যাল বুকমার্ক সাইটে লিংক শেয়ার দেয়ার অফার করতে পারেন অথবা আরও যা ইচ্ছা আপনি অফার করতে পারবেন।
আপনি যখন লগইন করবেন, তখন ২টি জিনিস দেখতে পাবেন—Sell your files, sell your services| Sell your files-এ ঢুকলে আবার ২টি অপশন পাবেন—sell exclusively, sell same items। যে জিনিস আগে কোথাও বিক্রি হয়নি, এখানেই প্রথমে বিক্রি হচ্ছে, সেটা বিক্রির জন্য sell exclusively-এ ঢুকতে হবে। আর অন্যগুলো বিক্রির জন্য sell same items-এ ঢুকতে হবে।
এবার আসি sell your services অপশনে। আগের কোনো এক পর্বে fiverr.com-এর কথা বলেছিলাম। যারা পড়েননি, তারা এ ধারাবাহিকের আগের পর্বগুলো পড়লে সে ব্যাপারে জানতে পারবেন। যা-ই হোক, আপনি যদি sell your services অপশনে যান, সেখানে fiverr.com-এর মতো সব অপশন পাবেন। সেখানে আপনি কোনো সার্ভিসের অফার দিতে পারবেন। আপনার অফার ৬ মাসের জন্য লিস্টিং করতে পারবেন, এটি সম্পূর্ণ ফ্রি।
আপনার পণ্য অথবা সার্ভিসের অফার লিস্টিং শেষ। এবার চিন্তা শেষ। এখন সারাজীবন এখান থেকে ডলার পেতে থাকবেন। যখনই কেউ ফাইল ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টে ডলার জমবে। যখন ইচ্ছা সে ডলার পেপ্যাল অথবা মানিবুকারসের মাধ্যমে তুলতে পারবেন। আজ এ পর্যন্তই। তাই শুরু করে দিন অনলাইন থেকে আয়।
No comments:
Post a Comment