Tuesday, September 2, 2014

চিন্তা কর !

কোন দিন যদি মাথায় প্রশ্ন আসে যে, জীবন কি? তার উত্তর হচ্ছে সমস্যা। আর যদি প্রশ্ন আসে জীবনের মানে কি, তার উত্তর হচ্ছে সমস্যার সমাধানই হচ্ছে জীবনের মানে।
প্রতিদিনই আমাদের কোন না কোন সমস্যায় পড়তে হয়, এগুলো যে যত সুন্দর ভাবে সমাধান করতে পারে, তার জীবন তত সুন্দর হয়।
তোমরা অনেকেই জেনে থাকবেন যে অনেক গুলো বড় বড় সমস্যার সমাধান হয়েছে স্বপ্নে। স্বপ্নে বলতে চিন্তা করতে করতে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠার পর কি ভাবে জানি সমস্যাটির সমাধান হয়ে গেছে । স্বপ্নে কি মানুষ মস্তিষ্ক কাজ করে? উত্তরটি আরেকদিন বলব।
যখন কোন সমস্যায় পড়বে তখন মাথায় তাই রাখো সব সময়। খেতে, ঘুমুতে, হাটতে সব সময়ই।
পারলে বাথরুমে গিয়েও চিন্তা কর। চিন্তার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বাথরুম। বাথরুমে গেলে আমাদের মাথায় অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে কেন, তা নিয়ে আরেকদিন লেখা যাবে। তবে জেনে রেখো, বাথরুমে অনেক গুলো সমস্যাই সমাধান হয়েছে।
আর্কেডিমিসের গল্প তো তোমরা জান তাই না? প্লবতার সূত্র বাথরুমে সলভ করার পর ইউরেকা ইউরেকা বলে চিল্লাতে চিল্লাতে উলঙ্গ অবস্থায়ই বের হয়ে পড়েছিলেন।
সমস্যার উপরই ঘুমিয়ে পড়া মানে হচ্ছে সব সময়ই সমস্যার কথা ভাবো। কিভাবে কি করা যায় তাই ভাবা। দেখবে ফলাফল পেয়ে যাবে। যদিও এভাবে সব সময় বা শোরগোলের মধ্যে চিন্তা করতেও ক্ষমতা লাগে। আসলে ক্ষমতা না, মহা একটা ক্ষমতা।
এখন তুমি হয়তো চিন্তা করতে পার আমি কি নিয়ে ভাবব? কি ধরকার আমার সমস্যা নিয়ে ভাবার। তাহলে বলি, সমস্যা গুলো তোমার দৈনন্দিন জীবনেরই হতে পারে। যেকোন সমস্যা যেমন পড়ালেখা করা, কোন প্রতিযোগিতার জন্য কোন প্রজেক্ট বা নিজের ইচ্ছে মত তৈরি করা কোন কিছু, নিজের জীবনের কোন সমস্যা ইত্যাদি। এসব যেকোন সমস্যার যদি কোন ফলাফল না পেয়ে থাকো তাহলে তা নিয়েই চিন্তা করো। করতে থাকো।
আর যে সমস্যা টা সমাধান হয়ে গেছে তা নিয়েও চিন্তা করতে পারো। যে সমস্যাটার সমাধান হয়ে আছে তা আগের থেকে কিভাবে ভালো করা যায় তা নিয়ে ভাবো। হয়তো আরো ভালো কোন সমাধান পেয়ে যাবে। তবে অবশ্যই অসৎ উপায় বর্জন করে চিন্তা গুলো করলে ভালো হবে। তুমি যে ধর্মেরই হও না কেন, কোন ধর্মেই বলেনি যে আনইথিক্যালি কোন কিছু করতে।
তুমি যদি প্রোগ্রামিং, পদার্থ বিজ্ঞান, গণিত বা এমন কোন বিষয়ের ছাত্র হয়ে থাকো তাহলে আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। কোন কিছু না পারলে তা চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ো। হয়তো ভালো ফলাফল পেয়ে যাবে।
ঘুমানোর সাথে কাগজ কলম নিয়ে গুমানোর অভ্যেস করা ভালো। এখন তো অনেকেরই স্মার্ট ফোন/ট্যাবলেট রয়েছে। কোন চিন্তা যদি মাথায় আসে অলসতা না করে লিখে ফেলো। হয়তো ঐটাই হবে তোমার সবচেয়ে ভালো আবিষ্কার। হয়তো ঐটাই হবে যুগান্তকারী কিছু। নিজেকে ছোট কখনো ভাববে না। কখনো না। তুমি জানো না তোমার শক্তি সম্পর্কে। তোমার ক্ষমতা সম্পর্কে।

* লিখেছেন - Jakir Hossain

No comments:

Post a Comment