Monday, September 1, 2014

বাসায় বসে ব্যবসা করার টিপস

আজকে সবাইকে বাসাতে বসে ব্যবসা করার টিপস দেই। সবাই চেষ্টা করেন, সফল অবশ্যই হবেন। বসে থেকে হতাশ হয়ে লাভ নেই। শুরু করে দিন আজকেই।
১। প্রথমে একটি ইকমার্স সাইট তৈরি করুন। সাইট তৈরি করতে এখন আর টাকা লাগেনা। অনেকেরই জানা নাই, ফেসবুকের অ্যাপস ব্যবহার করে ফ্রি ইকমার্স সাইট তৈরি করা যায়।
কিভাবে তৈরি করবেন, সেটির বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।
http://genesisblogs.com/freelancing-2/8828
২। এবার এ সাইটটিকে প্রচার করুন। যত বেশি মানুষের কাছে প্রচার করতে পারবেন, তত বেশি আয়ের সম্ভাবনা বেড়ে যাবে।
প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার কিভাবে করবেন শিখার জন্য নিচের লিংকগুলোতে বিস্তারিত পাবেন।
১। ফেসবুকঃ http://genesisblogs.com/tutorial-2/638
২। টুইটারঃ ক) http://genesisblogs.com/tips-2/5384
খ) http://genesisblogs.com/tips-2/7649
৩। লিংকডিনঃ http://genesisblogs.com/tips-2/2667
৪। পিন্টারেস্টঃ http://genesisblogs.com/tips-2/3759
৫। রেডিটঃ http://genesisblogs.com/tips-2/7820
৬। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে সফল না হওয়ার কারনঃ http://genesisblogs.com/tutorial-2/7446
৭। সফলভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ২৬টি পরামর্শঃ
http://genesisblogs.com/tips-2/6385


খুব অর্থাভাবে আছি, কিছু আয়ের ব্যবস্থা করে দেন। এগুলো অনেক বেশি শুনতে হয়। পুরো টিপস দিয়ে দিলাম। এবারও যদি ভাগ্য পরিবর্তন করতে না পারেন, তাহলে দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নাই।

No comments:

Post a Comment