Tuesday, September 2, 2014

কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের কোন কোন বিষয়ে দক্ষ হতে হবে ?

১। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
২। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
৩। ডিসক্রিট ম্যাথমেটিকস
৪। ডাটা স্ট্রাকচার
৫। অ্যালগরিদম
৬। ডাটাবেজ
৭। কম্পিউটার আর্কিটেকচার
৮। ওয়েব প্রোগ্রামিং
৯। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
১০। সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন
১১। কম্পিউটার নেটওয়ার্কিং
১২। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

মোটামুটি সব ভার্সিটিতেই এগুলো পড়ায়। এসব বিষয়ে ওস্তাদ হয়ে যেতে হবে।

*পরামর্শ দিয়েছেন- তামিম শাহরিয়ার সুবিন

No comments:

Post a Comment