Monday, March 5, 2018

এখন আমরা কিভাবে প্রোডাক্ট চুজ করছি [Amazon Affiliate Marketing]

অনেকেই প্রোডাক্ট সিলেক্ট করে কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে। যেমন রিভিও সংখ্যা, রেটিং কেমন, রিভিও গুলো নেগেটিভ কিনা, প্রাইস। একেক জন একেক ভাবে করে। কেউ ৫, কেউ ১০ আবার কেউ ২০ টি প্রোডাক্ট চুজ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ১০ টি করে প্রোডাক্ট নেয়। প্রোডাক্ট গুলো নেয়ার পর তাদের সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখে, প্রোস এন্ড কনস লিখে.

সমস্যা কি হচ্ছে
অনেক রকম সমস্যা হয়। এসইওতে কি ধরনের সমস্যা হতে পারে সেটা আগের ভিডিওতে লিখেছি। ভিডিওটির লিঙ্ক নিচে পাবেন। সেটা প্যান্ডা আপডেট রিলেটেড। থিন ও ডুপ্লিকেট কনটেন্স সমস্যা।

কিন্তু এখানে যে সমস্যা আমি মূলত দেখি সেটা হলো এই লিস্ট ইউজারদের জন্য তেমন অর্থবহ না। অনেক ক্ষেত্রেই বিরক্তকর। অনেকেই বুজতে পারে এটা জাস্ট এফিলিয়েট ইঙ্কামের জন্য তৈরি করা। আবার এভাবে প্রোডাক এড করলে রিডাররা কি সেই গুলো দেখে কিনে কিনা আমার যতেস্ট সন্দেহ আছে। দুই একজন হয়তো আমাজনে লিঙ্কে ক্লিক করলে যায়। কিন্তু অধিকাংশই বাউন্স করে।

বাউন্স নানা ভাবেই সাইটের জন্য সমস্যা। সেটি কেমন সেটা অনেকেই জানে। আমি হয়তো পরে কোন দিন এই নিয়ে আমার ব্যাখ্যা তুলে ধরবো।

আমরা যে প্রোডাক্ট গুলো নিলাম সেই গুলোই কি সাম্ভাব্য ক্রেতার জন্য বেস্ট চয়েজ?

উপরের জাজমেন্ট ক্রাইটেরিয়াতে নিলেই আসলে ১০টি বেস্ট প্রোডাক্ট যে আমরা দাবী করছি সেটা আসলে সঠিক না।
অন্য প্রোডাক্ট রিভিও সাইট তাহলে কিভাবে করে? তারা সত্যি অর্থেই সেই গুলো রিসার্চ করে। টেস্ট করে। তারপর রেটিং করে। তারপর নির্দিস্ট কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রোডাক্ট গুলো সাজায়।

আমরা কি টেস্ট করে এভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। নিশ্চিত করেই না।

সমাধান কি

আমরা এমন কিছু সোর্স ইউজ করতে পারি । এতে করে একেবারে আন্দাজে প্রোডাক্ট নির্বাচনের প্রসেস থেকে কিছুটা ইম্প্রুভ ওয়েতে করতে পারি। এতে আমরা রিডারের কাছে যে লিস্টটা দিবে সেটা তুলনামূলক ভাবে অর্থবহ হবে।

ইউটিউব হলো সেই বিশেষ সোর্স।

ইউটিউবে প্রোডাক্ট রিভিও করে এমন অনেক মার্কেটার আছে। অনেক বড় বড় কোম্পানী যেমন আছে ঠিক তেমনি অনেক ইন্ডিভিজুয়াল মার্কেটার এবং প্রোডাক্ট ইউজার আছে যারা প্রোডাক্ট রিভিও করে থাকে। প্রোডাক্ট সিলেকশনের জন্য ইউটিউবের এই তিন ধরনের উৎসকে আমরা খুব ভালো ভাবে ব্যবহার করতে পারি।
যে সমস্থ বড় রিভিও সাইট আছে তাদের সাইটে যে পোস্ট তারা করে অনেকটা সেই পোস্টের উপর ভিত্তি করেই তাদের ভিডিও কনটেণ্ট তৈরি করে।

এমন অনেক সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে যারা কেবল মাত্র ইউটিউবে কনটেন্ট তৈরি করে। তারা যেহেতু সাবজেক্ট মেটার এক্সপার্ট তারা সেই টুল বা প্রোডাক্ট সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখে। তারা জানে যে কোন প্রোডাক্ট কেমন।তাদের নির্বাচিত প্রোডাক্ট গুলোকে অনায়াসে আমরা আমাদের রিভিও রাউন্ড-আপ কনটেণ্টের জন্য নিতে পারি।

যেমন https://www.youtube.com/watch?v=3920R1zIvCs
এই ভিডিওটিতে যিনি করেছেন তিনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। উনার করা লিস্ট অবশ্যয় তার জ্ঞান,অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে তৈরি করেছেন। উনার এই লিস্টে যে প্রোডাক্ট গুলো আছে আমরা তা নিলে ধরে নিতে পারি যে আন্দাজে প্রোডাক্ট চুজ করার চেয়ে ভালো হবে। এতে করে আমাদের সাইটের ভিজিটররা অনেক ভালো গাইডলাইন পাবে।

যারা প্রোডাক্ট ব্যবহার করে তাদের অনেকেই ঐ প্রোডাক্ট নিয়ে রিভিও লেখে। অনেকে আবার ইউটিউবে প্রফেশানালি রিভিও কনটেণ্ট তৈরি করার জন্য প্রোডাক্ট কিনে, ব্যবহার করে তার নানা ফিয়েচার তুলে ধরে। তারা যে প্রোডাক্ট গুলো চুজ করে সেই গুলো কে নিয়ে আমরা আমাদের প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারি।

সেই ক্ষেত্রে এই লিস্ট অপেক্ষাকৃত অর্থবহ হবে।

আমরা কি তাদের ভিডিও আমাদের পেইজে এমবেড করবো?

আপনি তাদের ভিডিও এমবেড করবেন না। এখন পর্যন্ত কেবল ইউটিউব ব্যবহার করে কিভাবে অপেক্ষৃত অর্থবল প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারি তা তুলে ধরেছি।

প্রোডাক্ট লিস্ট তৈরি করার পরের কাজ হলো প্রোডাক্টের রিভিও লেখা। সেইটি আলাদা করেই আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে ঐ সব ভিডিওতে পাওয়া তথ্য আপনার ডেসক্রিপশনে আপনার মতো করে তুলে ধরতে পারেন।

সেটা কিভাবে সেটাই আমরা ভিডিওতে দেখবো ( পাবলিশ হবে শীঘ্রই) ।

* Abul Kashem

No comments:

Post a Comment