Friday, January 16, 2015

কোন একটা বিষয়ে এক্সপার্ট হতে দশ হাজার ঘন্টা ব্যয় করা লাগে।

আমরা মোটামুটি অনেকেই শুনেছি যে কোন একটা বিষয়ে এক্সপার্ট হতে দশ হাজার ঘন্টা ব্যয় করা লাগে। একটা মানুষ নিয়মিত একটা বিষয়ের উপর লেগে থাকলে তার এক্সপার্ট হতে প্রায় দশ বছরের কাছা কাছি সময় লাগবে। এবং এটা গবেষণায় প্রমাণিত। মানে হচ্ছে একটা বিষয়ের পৃথিবীর সেরা এক্সপার্ট হতে হলে ঐ বিষয়ের উপর দশ হাজার ঘন্টা ব্যয় করতে হয়।
কিন্তু আমরা অনেকেই হয়তো একটা বিষয়ের উপর এত ঘন্টা দিতে পারব না। আমাদের নতুন নতুন বিষয় শিখতে হবে। তাহলে কি হবে? তার জন্য আমাদের দশ হাজার ঘন্টা সময় দিতে হবে না। ২০ ঘন্টা সময় দিলেই আমরা একটা বিষয় সুন্দর মত জানতে পারব।
তবে তার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। একটা বিষয়ের উপর শত শত বই রয়েছে। আবার একটা বই ঠিক মত পড়তে গেলেই ২০ ঘন্টার মত লেগে যাবে। তো শেখার জন্য পুরো একটা বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত না পড়ে আগে আমাদের ঠিক করতে হবে কি জানতে হবে। কি জানা দরকার সবার আগে। ঐটা ঠিক করে আমরা এবার শিখে নিতে পারি।
এভাবে কোন একটা বিষয় কিভাবে জানা যায়, তা নিয়ে একটি বই রয়েছে। The First 20 Hours - How to Learn Anything Fast. যার লেখক Josh Kaufman। কিনতে চাইলে কিনা যাবে। আর কিনতে না চাইলে অনলাইনে সার্চ করলেই পিডিএফ কপি পাওয়া যাবে। মূলত একটা ভিডিও দেখে বইটির কথা জানতে পারি। বই টি না পড়লেও এ ভিডিওটি দেখে ধারণা নেওয়া যেতে পারে কিভাবে আমরা একটা বিষয় সম্পর্কে সহজেই জানতে পারি। https://www.youtube.com/watch?v=lB6K60mkmho
দেখা যেতে পারে TEDx এর এই ভিডিওটিওঃ https://www.youtube.com/watch?v=5MgBikgcWnY
আমরা মানুষ জাতি সব কিছুই খুব দ্রুত করতে চাই। সব কিছু! আমাদের সবার অনেক তাড়া। এ জন্য ত্রিশ দিনে ডাক্টার হওয়ার মত কোর্স পাওয়া যায়। সাত দিনে প্রোগ্রামিং শেখার বই পাওয়া যাবে। ৩ দিনে চায়না ভাষা শেখার বই পাওয়া যায়। এমনি অন্য সব বিষয় এরও বই বা কোর্স রয়েছে অহরহ।
কোন বিষয় জানা এক কথা, আর কোন বিষয় নিয়ে নিজের ক্যারিয়ার গড়া অন্য কথা। আমরা যে বিষয়ে ক্যারিয়ার গড়বো, তাতে অবশ্যই আমাদের যথেষ্ঠ পরিমান সময় দিতে হবে। ১০ হাজার ঘন্টা না পারি, ৫ হাজার ঘন্টা। তা না পারলে ৩ হাজার ঘন্টা... যে বিষয়ে আমরা নিজেদেরকে পৃথিবীর সামনে তুলে ধরব, তার জন্য অবশ্যই যথেষ্ট সময় হাতে রাখব।
পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমাদের মাঝে মাঝে নিজের প্রধান জ্ঞানের পাশা পাশি অন্যান্য জ্ঞান সম্পর্কেও ধারণা থাকা লাগে। ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে জানা লাগে। আর সে জন্য আমরা একটু চেষ্টা করলে ২০ ঘন্টা সময় দিয়ে শিখে নিতে পারি। আবার এই বিষ ঘন্টা এক টানা নয়। সব কিছু শেখার একটা লার্নিং কার্ভ রয়েছে। বিশ দিনে বিশ ঘন্টা বা ৩০ দিনে বিশ ঘন্টা। এভাবে শিখতে পারি। এর পর যদি আমাদের ঐ বিষয় সম্পর্কে আরো ধারণা লাগে, আমরা ধীরে ধীরে ভালো ভাবে তা শিখে নিতে পারব।
এবং আমরা যে কোন কিছু শিখতে পারি। যে কোন কিছু!
// রিলেটেড একটা লেখাঃ http://tech.jakir.me/1744

No comments:

Post a Comment