বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত তাঁদের মধ্যে ওডেস্কে ৪০% এর উপরে এবং ইল্যান্স মার্কেটেপ্লেসে প্রায় ১০% লোক এসইও’র কাজ করে। কিন্তু এদের মধ্যে বেশির ভাগ ফ্রিল্যান্সারই খুব বেশি দক্ষ না হওয়ায় একেবারে সস্তায় (অল্প রেটে) কাজ করে। মূলত তাঁরা লিংক বিল্ডিং এবং অনপেজের টুকটাক কাজ গুলোই অধিকাংশ সময় করে থাকে।
এসইও একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা প্রায় প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, আসছে সার্চ ইঞ্জিন গুলোর নতুন নতুন আপডেট।
অনেক ফ্রিল্যান্স অপ্টিমাইজারকেই দেখছি যারা সার্চ ইঞ্জিন গুলোর সাম্প্রতিক সময়ের চাহিদা অনুযায়ী নিজেদেরকে আপডেট করতে পারছেনা বা বিশেষ বিশেষ ক্ষেত্রে করছে না। এর অন্যতম কিছু কারণ গুলো হচ্ছে অল্পতেই তুষ্ট থাকা, ইংরেজি ভীতি, নিজের ব্লগ/সাইট না চালানো, নিয়মিত এসইও ব্লগ গুলো না পড়া ইত্যাদি।
সুতরাং সমাধান কি হতে পারে?
আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমেই মন মানুষিকতা পরিবর্তন করুন, ভাবুন নিজেকে আরও দক্ষ কিভাবে করা যায় এবং নিজের ঘণ্টা রেট কিভাবে বাঁড়াতে পারবেন।
ইংরেজি ভীতি দূর করার জন্য আপনাকে নিয়মিত বিভিন্ন ইংরেজি নিউজ থেকে শুরু করে সব ধরণের ব্লগ/সাইট গুলো পড়তে হবে এতে করে আপনার রিলেটেড জ্ঞানের সাথে সাথে ভার্টিকাল জ্ঞানও বৃদ্ধি পাবে।
আরও একটা যায়গায় বাংলাদেশি ফ্রিল্যান্সাররা গুরুত্বই দেননা সেটা হচ্ছে নিজে ওয়েব সাইট/ব্লগ চালানোর ব্যাপারে। আমি এমন অনেকের মূখ থেকে শুনেছি, “এসইও করতে নিজের ওয়েব সাইট থাকতে হয় নাকি! নিজের ওয়েব সাইট লাগে না লাগে।“ কি বলেন আপনারা সত্যি ই কি তাই? অবাক হই এমন উত্তর শুনে।
একটা কথা মনে রাখবেন যারা নিজের ওয়েব সাইট চালায় তারাই এসইও’র ব্যপারে বেশির ভাগ ক্ষেত্রে এ টু জেড ধারণা রাখে। সাইটের কিওয়ার্ড পছন্দ করা থেকে শুরু করে, কন্টেন্ট ডেভেলপমেন্ট প্লান রেডী, অনসাইট-অনপেজজ এবং অথোরিটি বিল্ডিং এবং ঐ কিওয়ার্ডে র্যাং ক করানোর বাস্তব অভিজ্ঞতা থাকবে তাঁর। সুতরাং যারা এখনো নিজের সাইট নিয়ে ভাবছেন না, শুরু করে দিন। সাইট থেকে আয় করা বাদেও এটাকে পোর্টফলিও হিসাবে দেখিয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে অনেক কাজ নিতে পারবেন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজস্ব ফিল্ডে নিয়মিত আপ টু ডেট থাকা। অবশ্যই এসইও’তে ভালো করতে হলে আপনাকে নিয়মিত বিভিন্ন এসইও ব্লগ এবং ফোরাম গুলোতে ভিজিট করতে হবে। সেখানে আপনারা এসইও'র সম্পর্কে পড়াশুনার পাশাপাশি নিত্য নতুন আপডেট এবং ট্রেন্ডস সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে যে কোন কঠিন মূহুর্তেও চ্যালেঞ্জ নিয়ে এগুতে সাহায্য করবে।
নিয়মিত আপ টু ডেট থাকতে আজ আমরা ১০ টি ফোরাম শেয়ার করছি যেখানে আপনি বিভিন্ন ডিসকাশনে অংশ গ্রহণ করতে পারবেন...
১। ওয়েব মাস্টার ওয়ার্ল্ড http://www.webmasterworld.com/
২। ডিজিটাল পয়েন্ট http://forums.digitalpoint.com/
৩। ওয়ারিওর ফোরাম http://www.warriorforum.com/ (পেইড)
৪। সাইট পয়েন্ট http://www.sitepoint.com/forums
৫। সার্চ ইঞ্জিন ওয়াচ http://forums.searchenginewatch.com/
৬। এসইও চ্যাট http://forums.seochat.com/
৭। ভিসেভেন http://www.v7n.com/forums/
৮। এসইও রাউনটেবিল http://forums.seroundtable.com/
৯। ওয়েবপ্রোওয়ার্ল্ড http://www.webproworld.com/webmaster-forum/
১০। এসইও গাই http://www.seo-guy.com/forum/
আশা করি লেখাটি আপনাদের কাজে লাগবে। শুভ কামনা রইলো।
ভালো লাগলে লেখাটি শেয়ার করে দিন। হ্যাপি ফ্রিল্যান্সিং বসেস।
No comments:
Post a Comment