এই ধরণের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া উচিত, বিশেষ করে তাদের মাঝে যারা ফ্রীল্যান্সিং এ আগ্রহী অথবা যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে চায় !
অনলাইনে আয়ঃ
অনলাইনে আয় এর কথা আমি প্রথম শুনি ১৯৯৬ সালে। তখন আমার বাসায় আমার এক ফুফাতো ভাই এসেছিলো। সে জাপান থেকে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করেছিলো। আমি তখন ক্লাস ফোর এ পড়তাম। সে আমাকে বলেছিলো সে বাংলাদেশে বসে সে জাপানের কিছু কোম্পানির গেম / সফটওয়্যার বানাবে। সে বলেছিলো ইন্ডিয়া বলে অনেক এগিয়ে গিয়েছে। ইন্ডিয়া তখন আমেরিকার সফটওয়্যার বানায়। সে বাংলাদেশে শুরু করতে চায়।যাক ১৯৯৮ সালে কমান্ডো গেইম টা তখন অনেক বেশি ফেভারেট ছিলো সাবার মাঝে। সে কমান্ডো গেইম টার উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধের উপর একটা গেইম বানালো। বাট সেই সময় কমান্ডো গেইম এর ফ্লোপি / সিডি মানুশ ২০০ টাকা করে কিনলেও মুক্তিযুদ্ধের গেইম ১৫০ টাকায় কেউ কিনে নায়। সে একটা বিশাল ফ্লপ খাইলো এর পর হতাস হয়ে আবার বিদেশে চলে গেলো। এর পর ২০০৩ এর দিকে আবার ফিরে এসে কলাবাগানে একটা সফটওয়্যার ফার্ম দেয়। এর পর আস্তে আস্তে করে উপরে উঠতে থাকে। আসলে এইরকম কিছু প্রবাশি বাংলীই বাংলাদেশ এর সফটওয়্যার ফার্ম নন্সেপ্ট এর উদ্ভাবক। এরাই বাংলাদেশ কে কম্পিউটার প্রযুক্তি কাজে লাগিয়ে বিদেশ থেকে আর্ন করার প্রথিক্রিত। যায় হোক। ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স আসার আগে এরাই ছিলো ভরসা। এখন এই শিল্প মিলয়ন ডলারের শিল্প।
যারা অনলাইনে আর্ন করতে চান তাদের কে কিছু তথ্য দেওয়ার জন্য আমার এই পোস্ট।
আমাকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ জন ফেইসবুকে ম্যাসেজে ম্যাসেজ দেয় ভাই আমি অনলাইনে আস্তে চাই বা ফ্রীল্যান্সিং করতে চাই । কিভাবে শুরু করবো। আমি বলি আপনার স্কিল কি? তারা বলে কোন স্কিল নাই। এর পর আমি বলি আগে স্কিল্ড হোন তার পরে আপনাকে বল্বো কি ভাবে আর্ন করতে হয়।
যায় হোক, আউটসোর্সিং মার্কেট প্লেস বিশাল এক জিনিস। লাইভ আউটসোর্স এর সি টি ও জাদিদ ভাই আমাকে একবার বলেছিলো বাংলাদেশ এর সব মানুশ কে এই পেশায় আনলেও এই মার্কেটে ওয়ার্কার এর চাহিদা থেকেই যাবে। আসলে অনেকে মনে করে এই মার্কেট এ শুধু ওয়েব ডিজাইন বা প্রগ্রামিং এর কাজ করে। অন্য কোন কাজ নাই। এইটা টোটালি ভুল ধারনা। বরং আমি মনে করি টোটাল কাজের তুলনায় ওয়েব ডিজাইন এর কাজ অতি সামান্য। ইভেন আমি অনে কাজ দেখেছি যে বায়ার চায় তাকে ম্যথ পড়াতে হবে এই জন্য মাসে ৫০০ ডলার দিতে হবে। আমি নিজে অনেক টিউশনি করিয়েছি এক সময় তখনকার জ্ঞান কাজে লাগিয়ে আমি বিড করেছিলাম। সিমপ্ল ক্যলাকুলাস করিয়ে মাসে ৫০০ডলার ইঙ্কাম করেছি। স্কাইপে আমি টিচ দিতাম। এছাড়া এখন কাজের পরিধি অনেক। তবে রেট আগের তুলনায় একটু কম পাওয়া যায়। তবে আপনি যদি একটু স্কিল থাকেন তাহলে অনেক বেশি ইঙ্কাম করতে পারবেন।