২০০১ - ক্লাস ফোরে পড়ি, শাহজাহানপুর কেজি স্কুল
২০০২ - ৫ম শ্রেণীতে পড়ি, শাহজাহানপুর প্রাথমিক বিদ্যালয়
২০০৩ - ক্লাস সিক্সে পড়ি, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়
ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা দেয়ার পরে পরিবারের সবাই চলে আসি ঢাকা সাভারে
২০০৪ - ক্লাস সেভেনে ভর্তি হই সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে
২৪ আগস্ট ২০০৪ - ২য় সাময়িক পরীক্ষা দেয়ার পরে ঢাকা সাভার থেকে চলে আসি চট্টগ্রাম হালিশহরে, এরপর ক্লাস সেভেনে ভর্তি হই হালিশহর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে, যে স্কুলটি মুশফিক স্কুল নামে পরিচিত
২০০৫ - মুশফিক স্কুলে ক্লাস এইটে পড়ি
২০০৬ - মুশফিক স্কুলে ক্লাস নাইনে পড়ি
২০০৭ - মুশফিক স্কুলে ক্লাস টেনে পড়ি
২০০৮ - এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল গরীবে নেওয়াজ স্কুল যে স্কুলটি হালিশহরেই অবস্থিত
২০০৯ - এসএসসি পাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে।
২০০৯ - ২০১২
চট্টগ্রাম পলিটেকনিকে পড়ার পাশাপাশি ২-৩ টি টিউশনি করি।
২০১২ - পলিটেকনিকে ফাইনাল ইয়ার পরীক্ষা দেই।
২০১৩
- চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করি।
- এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তে ভর্তি হই, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।
২০১৩ - ২০১৭
আইআইইউসি তে পড়ার পাশাপাশি ৩ টি ব্যবসা শুরু করি।
২০১৮
- আইআইইউসি থেকে কৃতিত্বের সাথে চার বছরের অনার্স পাশ করি।
- প্রথম চাকরিজীবন শুরু করি চট্টগ্রাম টেকনিক্যাল কলেজে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেকচারার পদে।
২০১৯
- চট্টগ্রাম টেকনিক্যাল কলেজের চাকরি ছেড়ে সিলেটে স্টাফ এশিয়াতে যোগ দেই, ডাটা এনালিস্ট এন্ড ডিজিটাল মার্কেটার পদে।
২০২০
১ অক্টোবর ২০২০ বিয়ে করি।
২০২৩
- ২২ এপ্রিল ২০২৩ প্রথম পুত্র সন্তানের পিতা হই।
২০২৫
- আমার পরিবারকে (স্ত্রী, সন্তান) বাড়ি থেকে সিলেট শহরে নিয়ে আসি।
No comments:
Post a Comment