হার্ভাড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এবং প্রোগ্রামিং এ সূচনা মূলক
একটি কোর্স হচ্ছে CS50। সম্ভবত অন্যান্য ইউনিভার্সিটিতেও এখন CS50 কোর্সটা
করানো হচ্ছে। এটি কম্পিউটার সাইন্স অথবা অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্র
ছাত্রীদের জন্য। অর্থাৎ যারা কম্পিউটার সাইন্স সম্পর্কে জানতে চায়, তাদের
সবার জন্য।
CS50 এর কোর্সটি অনলাইনেও করা যায়। সব গুলো ভিডিও ইউটিউভে রয়েছে। ভিডিও দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। নন মেজর একটা কোর্স এত সুন্দর করে পড়ানো হচ্ছে। এটা ইন্ট্রো কোর্স হলেও অনেক কিছু একটা কোর্সেই আলোচনা করেছে। অ্যালগরিদম, প্রোগ্রামিং, TCP/IP, HTTP, HTML, CSS, PHP, JS, MVC, SQL, Artificial Intelligence ইত্যাদি।
এতই ভালো লেগেছে যে মনে হচ্ছিল ইউনিভার্সিটির শুরুর দিকে এমন কিছু রিসোর্স পেলে কম্পিউটার সাইন্স সম্পর্কে আরেকটু ভালো ভাবে জানতে পারতাম । কারণ কঠিন কঠিন বিষয় গুলো প্র্যাক্টিক্যাল উদাহরণ দিয়ে এত সুন্দর করে দেখাচ্ছে, জানা জিনিসও আমার আবার দেখতে ভালো লাগছিল।
কম্পিউটার সাইন্স, প্রোগ্রামিং, অ্যালগরিদম, ওয়েব প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইত্যাদি সম্পর্কে ব্যাসিক ধারণা নিতে চাইলে দেখতে পারেন এ লিঙ্কটিঃ http://cs50.tv কোর্স, স্লাইড সবই রয়েছে। ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/user/cs50tv যেখানে নতুন নতুন অনেক ভিডিও রয়েছে।
* Jakir Hossain
CS50 এর কোর্সটি অনলাইনেও করা যায়। সব গুলো ভিডিও ইউটিউভে রয়েছে। ভিডিও দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। নন মেজর একটা কোর্স এত সুন্দর করে পড়ানো হচ্ছে। এটা ইন্ট্রো কোর্স হলেও অনেক কিছু একটা কোর্সেই আলোচনা করেছে। অ্যালগরিদম, প্রোগ্রামিং, TCP/IP, HTTP, HTML, CSS, PHP, JS, MVC, SQL, Artificial Intelligence ইত্যাদি।
এতই ভালো লেগেছে যে মনে হচ্ছিল ইউনিভার্সিটির শুরুর দিকে এমন কিছু রিসোর্স পেলে কম্পিউটার সাইন্স সম্পর্কে আরেকটু ভালো ভাবে জানতে পারতাম । কারণ কঠিন কঠিন বিষয় গুলো প্র্যাক্টিক্যাল উদাহরণ দিয়ে এত সুন্দর করে দেখাচ্ছে, জানা জিনিসও আমার আবার দেখতে ভালো লাগছিল।
কম্পিউটার সাইন্স, প্রোগ্রামিং, অ্যালগরিদম, ওয়েব প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইত্যাদি সম্পর্কে ব্যাসিক ধারণা নিতে চাইলে দেখতে পারেন এ লিঙ্কটিঃ http://cs50.tv কোর্স, স্লাইড সবই রয়েছে। ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/user/cs50tv যেখানে নতুন নতুন অনেক ভিডিও রয়েছে।
* Jakir Hossain
No comments:
Post a Comment