Sunday, November 20, 2016

Backpackbang এ কেনাকাটা করার জন্য যেভাবে ফ্রিতে মাস্টার কার্ড (Mastercard) পাবেন

backpackbang mastercard payoneer

কি ভাবে MasterCard/Visa Card এবং PayPal একাউন্ট খোলা যায়। যারা জানে না, তাদের জন্য আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আপনে যদি বাহির থেকে কিছু কিনতে চান অথবা পে করতে চান আর তারা যদি MasterCard/Visa Card সাপোর্ট করে তাহলে আপনে আমাদের দেশের যে কোন ব্যাংকের Dual Currency এর MasterCard/Visa Card করে নিতে পারেন। তবে Dual Currency এর MasterCard/Visa Card করতে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে অন্যথায় আপনে করতে পারবেন না। এ ছাড়া আপনে চাইলে Payoneer অথবা Neteller এর MasterCard করে নিতে পারেন। Neteller এর process সম্পর্কে আমি সঠিক জানি না।

Payoneer এ MasterCard করতে হলে আপনাকে Payoneer এর ওয়েবসাইটে গিয়ে Register করতে হবে, এ ক্ষেত্রে ভেরিফিকেসন এর জন্য আপনার ভোটার আইডি কার্ড / পাসপোর্ট / ড্রইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। আর অবশ্যই আপনে আপনার বাসার ঠিকানাটি সঠিকভাবে পূরণ করবেন কেননা MasterCard টি আপনার ওই ঠিকানায় পাঠানো হবে। আপনে নিজে সরসরি তাদের ওয়েবসাইটে গিয়ে Sign Up করতে পারেন অথবা কারো referral এর মাধ্যমে একাউন্ট খুলতে পারেন। Referral এর মাধ্যমে খুললে আপনার Card এর Request গ্রহন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Referral আর একটা সুবিধা হচ্ছে, একাউন্ট খোলা পর কোন Client যদি আপনাকে Payoneer এর মাধ্যমে Pay করে তাহলে আপনে নিজে এবং যে আপনাকে Refer করেছে দুই জনই $25 Referral বোনাস পাবেন। আপনে যে কারো Referral এ একাউন্ট খুলতে পারবেন, আর যদি আপনে আমার Referral এ একাউন্ট খুলতে চান তাহলে এই লিংকটিতে গিয়ে একাউন্ট খুলতে পারেন

https://share.payoneer.com/nav/ItDrm1SWUNhDiiwC7GpmI3jZ5lIAafWT_JLbvYDiqKGul_c5IAdTIVryD2pkimKHsDhTw_pevLESgapiCHZwXQ2

Payoneer MasterCard এর Request টি গ্রহন হলে, একটা Confirmation ইমেইল পাবেন এবং এতে লেখা থাকবে যে খুব দ্রুত তারা আপনার কার্ডটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। MasterCard আসতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগতে পারে।

এইবার আসি খরচের কথায়। MasterCard টি Request করতে কোন Pay করতে হয় না অর্থাৎ কোন Pay না করে আপনে MasterCard টি আপনার হাতে পাবেন। কিন্তু MasterCard টি যখন আপনে Active করবেন এরপর প্রতি বৎসর $30 কাটবে।

Payoneer এর সুবিধা হল, Payoneer এর সাথে আপনাকে একটা USA এর Virtual Bank Account এবং Routing Number দেয় যা use করে আপনে USA থেকে সহজে Payment গ্রহন করতে পারবেন। Payoneer MasterCard আর এক বড় সুবিধা হল Payoneer MasterCard USA এর ব্যাংক থেকে ইস্যু করা তাই আপনে Payoneer MasterCard PayPal এ সংযুক্ত করতে পারবেন। Payoneer MasterCard দিয়ে আপনে পৃথিবীর যেকোনো জায়গায় MasterCard support করে এমন বুথ থেকে টাকা তুলতে পারবেন অথবা MasterCard দিয়ে Shopping Mall গুলোতে Pay করতে পারবেন। Payoneer এ বাংলাদেশের ব্যাংক একাউন্ট Add করা যায় তাই চাইলে আপনে আপনার Payoneer এ জমানো অর্থ আপনার বাংলাদেশের ব্যাংক একাউন্টে withdraw করতে পারবেন।

পরের প্রসঙ্গে আসি, কি ভাবে Payoneer MasterCard এ ডলার লোড করবেন। এ ক্ষেত্রে আপনে যদি freelancing/outsourcing কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার কাজের Payment Payoneer এর মাধ্যমে নিতে পারেন। আর যদি আপনে freelancing/outsourcing কাজের সাথে যুক্ত না হন তাহলে আপনাকে আমার মতো যারা freelancing/outsourcing কাজের সাথে যুক্ত তাদের কাছে থেকে ডলার কিনে নিয়ে আপনার Payoneer একাউন্টে ডলার ট্র্যান্সফার করে নিতে পারেন।

* Fahmidur Rahman Opu

No comments:

Post a Comment