Monday, August 1, 2016

পাইথন জব পাওয়ার জন্য একজন ক্যান্ডিডেটের কি ধরনের গুনাবলী থাকা দরকার?

পাইথন জব পাওয়ার জন্য একজন ক্যান্ডিডেটের কি ধরনের গুনাবলী থাকা দরকার? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পেপাল এর পাইথন টীমের হেড মাহমুদ । মাহমুদ পাইকোডার্স উইকলিরও কো-অথর ।

http://sedimental.org/getting_a_python_job.html

 আর্টিকেলের সারমর্ম:
-- শেখার আগ্রহ থাকতে হবে ।
-- গিটহাব একাউন্ট থাকা অত্যন্ত জরুরী, গিট জানতে হবে ।
-- নিজের সাইড প্রজেক্ট থাকলে ভালো ।
-- ওপেন সোর্স এ কন্ট্রিবিউট করুন, বড় প্রজেক্টে কন্ট্রিবিউশন আপনার জব পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে ।
-- লিনাক্স বা ওসএক্স ব্যবহার করুন । কমান্ড লাইন ভালো না জানলে সমস্যা ।
-- ব্লগ লিখুন, স্ট্যাকওভারফ্লোতে কন্ট্রিবিউট করুন

# Masnun

1 comment: