এটা শিখবো, ওটা শিখবো করে শেষ পর্যন্ত কোনটাই ভালো করে শেখা হয় না । তাই
একবারে একটা পাবলিক লিস্ট বানিয়ে ফেললাম ট্রেলো তে । এটা এখন ঠিক ঠাক মত
ফলো করতে পারলেই হয় ।
https://trello.com/b/thjsmhqn/to-learn
"Explore" - লিস্ট এ থাকবে নতুন নতুন কি কি দেখতে হবে । এই টপিকগুলা লং টার্মে শিখতে চাই । এইগুলার কোন জিনিসগুলো শেখা দরকার সেটা এখনো জানি না, তাই শুধু নাম লিখে রাখছি । পরে ঘেটে দেখতে হবে কি কি শেখা লাগবে ।
ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক লিস্ট গুলায় থাকবে ঐ প্লাটফর্ম সংশ্লিষ্ট কিছু টপিক । প্রত্যেকটি কার্ডে একটি করে অবজেক্টিভ থাকবে । এই অবজেক্টিভ পূরন করলে কার্ডটিকে "Completed List" এ পাঠিয়ে দেওয়া হবে । কম্প্লিট করার সপ্তাহ খানেক পরে এটাকে আর্কাইভ করা হবে ।
প্রত্যেকটি কার্ড কম্প্লিট করার পর সম্ভব হলে একটা করে ডিটেইল এ ব্লগ পোস্ট লিখবো, অথবা এখানে সামারি শেয়ার করবো ।
# Masnun
https://trello.com/b/thjsmhqn/to-learn
"Explore" - লিস্ট এ থাকবে নতুন নতুন কি কি দেখতে হবে । এই টপিকগুলা লং টার্মে শিখতে চাই । এইগুলার কোন জিনিসগুলো শেখা দরকার সেটা এখনো জানি না, তাই শুধু নাম লিখে রাখছি । পরে ঘেটে দেখতে হবে কি কি শেখা লাগবে ।
ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক লিস্ট গুলায় থাকবে ঐ প্লাটফর্ম সংশ্লিষ্ট কিছু টপিক । প্রত্যেকটি কার্ডে একটি করে অবজেক্টিভ থাকবে । এই অবজেক্টিভ পূরন করলে কার্ডটিকে "Completed List" এ পাঠিয়ে দেওয়া হবে । কম্প্লিট করার সপ্তাহ খানেক পরে এটাকে আর্কাইভ করা হবে ।
প্রত্যেকটি কার্ড কম্প্লিট করার পর সম্ভব হলে একটা করে ডিটেইল এ ব্লগ পোস্ট লিখবো, অথবা এখানে সামারি শেয়ার করবো ।
# Masnun
No comments:
Post a Comment