Saturday, June 6, 2015

Python Code Sprint (পাইথন কোড স্প্রিন্ট) Event

বর্তমানে সফটওয়্যার শিল্পে পাইথন ডেভেলপারের চাহিদা ভাল। এই কারনে একটি পাইথন ভিত্তিক ফুল স্টেক ডেভেলপমেন্ট কোড স্প্রিন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ দিনের এই আয়োজন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এটি বিগিনার্সদের জন্য নয়।

• পাইথন বেইজড স্টেক নিয়ে একটি ৬০ ঘন্টার কোডস্প্রিন্ট
• পাইথনকে ভিত্তি করে ফুল স্টেক ডেভেলপমেন্টের ওপর প্রশিক্ষণ ও কাজ করা হবে
• পাইথন ছাড়াও UI/UX, প্রজেক্ট ম্যানেজমেন্ট, SQA, Deployment & Cloud Architecture এর উপরও সেশন থাকবে
• ক্যাম্প এর শেষে তাদের রেডিনেস যেন এমন হয় যাতে, তারা একটা প্রজেক্ট Scratch থেকে সুরু করে ঠিক মত গাইডলাইণ অনুসরণ করে (Implementation of OOP concept, documentation, maintain design pattern) নিজে সম্পূর্ণ প্রজেক্টটি Deploy করতে পারে।

কারা অংশ নিতে পারবে
• বর্তমানে আইটি ইন্ডাস্ট্রিকে কাজ করেন
• ভভিষ্যতে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান
• আইটি উদ্যোগক্তা, যারা শুরু করেছেন বা করতে চাচ্ছেন
• বিশ্ববিদ্যালয়ের তৃতীয়/শেষ বর্ষের শিক্ষার্থী
• প্রফেশনাল, যারা অন্য ল্যাংগুয়েজ প্লাটফরম এ কাজ করছেন এবং
• বেসিক পাইথন সম্পর্কে ধারণা আছে

প্রাক-যোগ্যতা ও বাছাই পদ্ধতি
• যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে পাইথনের বেসিক সম্পর্কে ধারণা ঝালাই করার জন্য কিছু রিডিং ম্যাটেরিয়ালের লিংক নিচে দেয়া হলঃ

Python:
---------------------
- Learn Python The Hard Way (http://learnpythonthehardway.org/) বইটি পরতে পারেন আর এটার Exercise গুল খুব কাজে দিবে
-- গুগল এরও পাইথনের উপর বেশ সুন্দর কিছু কনটেন্ট ও Exercise আছে https://developers.google.com/edu/python/

Interactive Tutorials:
--------------------------------
- LearnPython - http://www.learnpython.org/
- Online Python Tutor - http://pythontutor.com/

Video Tutorials:
------------------------
- Khan Academy - https://www.youtube.com/playlist?list=PL36E7A2B75028A3D6
- Bangla video lectures by Tamim Shahriar Subeen - http://pyvideo.subeen.com/

Only Exercise:
-----------------------
- http://codingbat.com/python
- http://www.ling.gu.se/~lager/python_exercises.html

পাইথন ছারাও Database (SQL/NoSQL), HTML, CSS, JS) এসব সম্পর্কে মোটামটি ধারনা থাকতে হবে।

• আমন্ত্রিতরা নির্ধারিত ফী জমা দিয়ে কোডস্প্রিন্টের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবে

কোড স্প্রিন্টের কার্যক্রম
• স্প্রিন্ট-এর পাচ দিন এর প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ হবে আর ২ ঘন্টা করে ব্রেক থাকবে
• শুরুতে মূল বিষয়গুলো রিভিউ করে গ্রুপ করে সবাইকে প্রজেক্ট দেওযা হবে
• পরবর্তী ৫দিন প্রজেক্টের জন্য প্রয়োজনীয় দক্ষতা পর্যায়ক্রমিকভাবে জানানো হবে এবং প্রয়োগ করা দেখানো হবে এবং ধাপে ধাপে প্রজেক্টটি সম্পন্ন হবে
• শেষের দিন একটি স্পট ইন্টারভিউ ও ডেভ টক-এর আয়োজন করা হবে।

পুর ইভেন্ট এর শিডিউলঃ
https://goo.gl/cB9fF8

ইন্সট্রাকটরঃ
- Mafinar Khan (https://bd.linkedin.com/pub/mafinar-khan/15/486/822)
- Mozammel Haque (https://bd.linkedin.com/in/mozammel)
- Mostaque Ahammed (https://www.linkedin.com/in/studiomaqs)
- Mohammad Tahmidul Islam (https://bd.linkedin.com/in/tahmidmunaz)
- Tahmid Rafi (https://bd.linkedin.com/in/tahmid)
- Mahfuz Aziz (https://bd.linkedin.com/in/aveekaziz)
- Tanvir M. Shuvo (https://bd.linkedin.com/in/tanvirm)


স্প্রিন্ট ফী-২,০০০/- (দুই হাজার টাকা)

No comments:

Post a Comment