Tuesday, April 28, 2015

'আমাজন অ্যাফিলিয়েট' হিসাবে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করতে হবে

আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেকগুলো প্রশ্ন পাই। বিভিন্ন গ্রুপে এবং ইনবক্সে সেগুলো মাঝে মাঝেই রিপ্লাই করি।
সম্প্রতি সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি 'আমাজন অ্যাফিলিয়েট' হিসাবে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করতে হবে, এবং কিভাবে আমাজন অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। সম্প্রতি পাওয়া দুজনকে সমস্যা-র সমাধান দিয়েছি স্কাইপে, এবং পুরো কনভার্সেশনটি আমরা ভিডিও হিসাবে রেকর্ড করেছি যাতে অন্যরা দেখতে পারে।

১. কিভাবে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন: http://adf.ly/1G03pq
২. কিভাবে আমাজন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন: http://adf.ly/1G03tR

আপনার আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ক কোন সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। সমস্যাটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেলে নিয়মিত বিভিন্ন ভিডিও আপলোড হয় একটি সিক্রেট গ্রুপের জন্য, ভিডিওগুলোর জন্য Early Access পাওয়ার চান্স আছে। 

*Written by- Al-Amin Kabir

No comments:

Post a Comment