Monday, October 13, 2014

সহজে কোন সংখ্যা মনে রাখা যায় কিভাবে ?

সহজে কোন সংখ্যা মনে রাখা যায় কিভাবে, এটা নিয়ে অনেকের অনেক মত। আমি এক জায়গায় একটা মজার উপায় দেখেছিলাম - চেষ্টা করে দেখেছি যে বেশ ভালই কাজ হয়। যেটা করতে হবে সেটা হল সংখ্যাটিকে কোন এক ধরনের কথ্য রূপে নিয়ে আসতে হবে. যেমন ধরুন একটা সংখ্যা হল ১১৬৭৫৪ । এটা মনে রাখতে পারেন এভাবে যে "নভেম্বর মাসে আমরা ছয় জন মিলে ৭৫৪ টাকার নাস্তা করেছিলাম কিংবা ধরুন সংখ্যাটি যদি হয় ১৬৯৫, তাহলে আপনি ভাবতে পারেন "১৬ই ডিসেম্বর, ১৯৯৫" । মোট কথা হল সংখ্যাটিকে কোন একটা কথ্য রূপে নিয়ে এসে তাদের মাঝে একটা রিলেশন তৈরি করা। ১৬৯৫ যতক্ষণ মনে রাখা যায়, তার চেয়ে বেশী সময় ধরে মনে রাখা যায় "১৬ই ডিসেম্বর, ১৯৯৫" । সংখ্যা গুলোর কথ্য রূপ যে সবসময় অর্থবহ হতে হবে তা না, বরং ফানি কোনকিছুও ভাবতে পারেন। যেমন ১২২৭ এই সংখ্যা নিয়ে ভাবতে পারেন " ১২ জন মিলে ২৭ টা পুরি খেলাম " - এবার এটা একবার বা কয়েকবার মুখে বা মনে মনে বলে নিলেই দেখবেন ১২২৭ সংখ্যাটি আপনার মাথায় অনেকক্ষণ ধরে থাকবে

 *পরামর্শ দিয়েছেন - Hasin Hayder

No comments:

Post a Comment