Wednesday, February 26, 2014

ডিজাইনার অথবা ডেভেলপার হতে পারবেন, নিচের স্টেপ গুলো অনুসরণ করে কাজ শিখুন ।


প্রথমতঃ এইচটিএমএল এবং সিএসএস সিখুন
দ্বিতীয়তঃ এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট লেআউট মেক করতে শিখুন তৃতীয়তঃ ওয়েবসাইট এর লেআউট কে রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করতে শিখুন চতুর্থতঃ পিএসডি টু এইচটিএমএল এবং সিএসএস কনভার্ট করতে শিখুন
প্রাথমিক অবস্থায় এই চারটি জিনিস রপ্ত করুনএরপর, জুমলা অথবা ওয়ার্ডপ্রেস, তারপর আপনার সেখার চাহিদা থাকলে জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি এবং অন্যকিছুপ্রাথমিকেই ভাল জ্ঞান অর্জন না করে আডভান্স বিষয়ে মাথা ঢুকানো অনেক বড় ভুল

No comments:

Post a Comment