বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু
আমাদেরকে ইংরেজীসহ বিভিন্ন ভাষা শিখতে হয় নানান কারণে।যতদিন হায়াত পাই ভাষা শিক্ষার বিষয়ে একটি কৌশল নিয়ে এগিয়ে
যাচ্ছি। কাজও দিচ্ছে ভালই। কৌশলটি
আপনাদের সাথে শেয়ার করতে চাই।সকল ভাষাই আল্লাহ প্রদত্ত। সকল
ভাষার মধ্যেই একটি মধুর মিল রয়েছে। বিশেষ করে গ্রামারে। সকল
ভাষার মূল গ্রামার পবিত্র কোরআন এবং কোরআনে যত শব্দ আছে তা পৃথিবীর সকল
শব্দের মূল শব্দ। তাই আমি প্রথমে
মাতৃভাষায় কোরআনটা বুঝার চেষ্ঠা করছি। এরপর
ইংরেজী,
আরবী ইত্যাদি
ইত্যাদি ভাষায় অগ্রসর হচ্ছি।এইজন্য সহযোগিতা নিচ্ছি
ওয়েবসাইটগুলোর। গুগুলে কোরআনডটকম সার্চ করলে অনেক সাইট পাওয়া যায়। এখানে
বেশ কিছু সাইটে ভয়েস সংযুক্ত রয়েছে। খুবই মজার বিষয়।আরবীটা দেখা যাচ্ছে
সাথে সাথে ভয়েসটাও শুনতে পারলেন। এরপর ইংরেজীটা দেখতে দেখতে নতুন নুতন শব্দগুলো নোট করে রাখেন। খুবই
সহজ হয়ে যাবে তখন।বিশ্বের যেকোন ভাষা
শেখার জন্য এটি একটি কৌশল। তবে এইজন্য যেভাষাটা শিখতে চান প্রথমে ওই ভাষার বর্ণগুলো গুগুলে
সার্চ দিয়ে শিখে নিতে হবে।
No comments:
Post a Comment